আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি, ঢাকা ৪-এর বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার

পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি, ঢাকা ৪-এর বিএনপি প্রার্থীর

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন, মতবিনিময় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঙ্গলবার তিনি বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্কুলটিতে একটি আধুনিক পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিন বলেন, এই স্কুলের ছাত্র ছাত্রীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। সবসময় তাদের পাশে থাকার আছি। এলাকার মুরুব্বিদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও উন্নত পরিবেশ গড়ে তোলা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদের সু যোগ্য পুত্র তানভীর আহমেদ রবিন এর সার্বিক সহযোগিতায় এ বিদ্যালয়ের উন্নয়ন আবারও এগিয়ে চলেছে।

অতীতে যে সমস্যাগুলো ছিল, তার সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি তিনি স্কুলটিকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করতে কাজ করে যাবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন- রবিউল ইসলাম দিপু, আবুল হাসেম আনিস, হারুনুর রশিদ খোকা, হযরত আলী, আজহারুল হক সরকার, সালাউদ্দিন সরদার, হাজী আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধান শিক্ষক মুহাম্মদ ফরহাদ হোসেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন