আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ খেলাফত মজলিসের বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সংস্কার প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সংস্কার প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ এবং এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসে ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন এ কথা বলেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়। কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে । জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...