সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোকসভা শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় অনুষ্ঠেয় এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সব সদস্য উপস্থিত থাকবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শোকসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোকসভায় তার পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। দেশের বিশিষ্ট নাগরিক, টিভি, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

