বৈঠক শেষে আমীর খসরু

নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪: ১৪

বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বিএনপি সমমনা চারটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করে দলের লিয়াজোঁ কমিটি।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, স্বৈরাচারের সময় বছরের পর বছর যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে রাস্তায় ছিল, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। কারণ আমাদের এ ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শুধু নির্বাচন বলে কোনো কথা নয়। এটা আমাদের জাতীয় সরকার, সংস্কার, ৩১ দফা বাস্তবায়নের ঐকমত্য। আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়, তাহলে সবাই মিলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনি কর্মকাণ্ড অলরেডি শুরু হয়ে গেছে। লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে। সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে ৩১ দফার যে ঐকমত্য হয়েছে, তার বিস্তারিত আলোচনা হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। এর আগে আমরা যখন রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সংসদে সব দল ঐক্যবদ্ধভাবে একমত হয়েছিল। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে এসে সংসদের মাধ্যমে পাস করতে হবে।

বাংলাদেশ জনঅধিকার পার্টির সঙ্গে বেলা ৩টায় বৈঠকে বসে বিএনপি। বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিকাল ৫টায় আমজনতা দল ও সন্ধ্যা ৬টায় গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত