শ্রমিকদের মানবসম্পদে রূপান্তরে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৯: ৪০
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩: ৩৩

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, পরিবহন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে এই সেক্টর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইসলামী আন্দোলন বিজয় করতে হলে সড়ক ও নৌ পরিবহন সেক্টরকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। শ্রমিক জনশক্তিকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের মানবসম্পদে রুপান্তরিত করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীতে বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সভাপতি ও সেক্রেটারি দ্বি-মাসিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে হারুনুর রশীদ খান আরো বলেন, পরিবহন সেক্টরের সব শ্রমিকদের নিকট আমাদের দ্বীনের গুরুত্ব তুলে ধরতে হবে। শ্রমিকদের পরিবারকে সেবা ও সহযোগিতা নিয়ে বাসায় বাসায় যেতে হবে। এ সময় তিনি সরকারের নিকট বেশ কিছু দাবি পেশ করেন।

দাবির মধ্যে রয়েছে-জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি বাস্তবায়ন,পরিবহন সেক্টরে সকল প্রকার নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করা, পরিবহন মালিক কর্তৃক শ্রমিকদের কথায় কথায় ঠুনকো সমস্যা দেখিয়ে শ্রমিক ছাটাই করা বন্ধ করা, এই সেক্টরের শ্রমিকদের নিকট থেকে নেয়া চাঁদা শ্রমিকদের কল্যাণেই ব্যয় করা এবং বিগত সরকারের আমলের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সবুর, ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক এইচএম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, অফিস সম্পাদক সাইফুল ইসলাম ও অঞ্চলের সভাপতি ও সম্পাদকরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত