আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা
ছবি: আমার দেশ

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় যুবদলের নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ ঢাকা মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে যুবদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তারা উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন