বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আট দফা দাবিতে শুক্রবার সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২০: ০৪

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা, এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ২৪ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহূত এক সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ২.৩০টায় সমাবেশ শুরু হবে।

বিজ্ঞাপন

আট দফা দাবি:

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ, এবং দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধের দাবি নিয়ে এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়েছে।

নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি উল্লেখ করে সাইফুল হক বলেন, নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে দ্রুত যাবতীয় পক্ষপাতদুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রকৃতপক্ষে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করতে হবে।

তিনি অবিলম্বে সরকারের মধ্যে থাকা “সরকারগুলো” ভেঙে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমগ্র প্রশাসনকে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের কার্যকরী নিয়ন্ত্রণে নিয়ে আসার আহ্বান জানান। তিনি সতর্ক করে দেন যে, সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

নির্বাচন নিয়ে সংশয় ও নাশকতার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলসমূহের উগ্র বক্তব্য, সরকারের অকার্যকারিতা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাসহ বিভিন্ন কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয় ও সন্দেহ অব্যাহত রয়েছে।

সম্প্রতি মিরপুরের কেমিক্যাল গোডাউনে, চট্টগ্রামের ইপিজেডে এবং তিন দিন আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ওয়্যার হাউজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডকে তিনি নিছক দুর্ঘটনা বলে মনে করেন না। তিনি এই ঘটনাগুলো পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি-না, তা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত