এখনো লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির নায়েবে আমির রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আঞ্জুমান সুলতানা কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মোঃ রুস্তম আলী, জেলা জামাতে ইসলামিক সদস্য মাওলানা মোঃ আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনাজুল ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে এটিএম আজহারুল ইসলাম বলেন, এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখানে আমরা বলে এসেছি, নির্বাচনি মাঠে সবাই যেন সমান অধিকার পায়। তবে মাঠ দেখে মনে হচ্ছে, এখনো লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। নমিনেশন দাখিলের পরে আবারো নির্বাচন কমিশনে গিয়ে মাঠের সার্বিক অবস্থা তুলে ধরে সবার ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠা ব্যবস্থা করার কথা জানানো হবে।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদেরকে বাঁচাতে বিভিন্ন দলে প্রবেশ করে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে কৌশল অবলম্বন করছেন। সাংবাদিকতা এমন পরিস্থিতির কথা জানালে তিনি বলেন, আমাদের মধ্যে ঢুকে এরকম করার কোন সুযোগ নেই। তবে একটি রাজনৈতিক দল তাদের জনবলের অভাবে বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে দল ভারী করার জন্য এমনটি করছেন। জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ ও সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এরপরে তিনি বিকেলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারাগঞ্জ উপজেলা আমিরসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

