আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি

স্টাফ রিপোর্টার

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হন।

সোমবার দুপুরে মহাসচিব শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়ে বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের প্রতি অবিচার মানে জাতির ভবিষ্যৎকে বিপন্ন করা। সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতের প্রতি সম্মান ফিরিয়ে আনা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান আন্দোলন কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের নয়; এটি ন্যায় ও মর্যাদার আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিস সর্বস্তরের শিক্ষকদের পাশে রয়েছে এবং থাকবে।

পরশু দিন ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাওলানা জালালুদ্দিন আহমাদ। তিনি বলেন, একজন শিক্ষককে আঘাত করা মানে জাতির চেতনাকে আঘাত করা। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেষে শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, “সরকার যদি এখনই পদক্ষেপ না নেয়, তবে জাতি শিক্ষাক্ষেত্রে এক গভীর সংকটের মুখে পড়বে।”

এ ময় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন