জাপার সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসায় নুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২০: ০২
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২১: ০৭

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাপা আজ প্রোগ্রামের মাধ্যমে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে; দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত