
আসিফ হঠাৎ গজিয়ে ওঠা কোনো নেতা নয়: নুর
আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

রায়কে স্বাগত জানাচ্ছি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পুরাপুরি খুশি নয়। এই রায় কার্যকর নিশ্চিত না হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ ছাত্র জনতার কেউ নিরাপদ থাকা বা চিন্তামুক্ত থাকা সম্ভব নয়।

ওরা দেশটাকে আরেকটা সংকটে ফেলেছে
নুরুল হক নুর তার পোস্টে বলেন, “আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। আমি চাই, এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ হোক।”

নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’












রিউমর স্ক্যানারের প্রতিবেদন



প্রতিবাদে সংবাদ সম্মেলনে নুর




