নুরের উপর হামলায় শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিন্দা, তদন্তের দাবি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১: ১৩
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪২

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা। এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনাকে গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ হোসেনের উপর পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনাও তাদের নজরে এসেছে। এসব ঘটনাকে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পথে বড় অন্তরায়’ বলে তারা মনে করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষরকারীরা বিশ্বাস করেন, গত ১৫ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ সকল অপরাধীকে বিচারের আওতায় আনা অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীতে ন্যূনতম সংস্কার করতে ব্যর্থ হওয়ায় এমন নৃশংস ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন।

তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন যে, ভিপি নূরের উপর হামলাসহ সাম্প্রতিক সময়ের সকল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের যথাযথ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়াও, একটি গণতান্ত্রিক ও নাগরিক-অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ‘ফ্যাসিবাদ ও এর সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিচারের জন্য একটি বিশেষ ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন’ গঠনের দাবিও জানানো হয়েছে।

বিবৃতির শেষে বাংলাদেশের সকল সচেতন নাগরিক, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। তারা বিশ্বাস করেন, শুধুমাত্র ন্যায়বিচার ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন: ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কাতার; ড. শাকিব মুসতাভী, পোস্ট-ডক্টরাল গবেষক, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র; তাইয়িব আহমেদ, পিএইচডি গবেষক ও ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; মিনহাজুল আবেদীন, পিএইচডি গবেষক, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, তুরস্ক; মীর শাব্বির হাসান, পিএইচডি গবেষক, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র; শামসুল আরেফিন রেহান, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস; জাবের উবায়েদ, একাডেমি অফিসার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়; মুহাম্মদ তালহা, গবেষক, সিজিসিএস; হাসান মাহমুদ, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা; শামসুল ইসলাম চৌধুরী, এডুকেশন কনসালটেন্ট, ডেনমার্ক; আব্দুল্লাহ আল মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়; আবরার মোহসিন সামিন, রিসার্চ ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্র; খালিদ মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মুজতাহিদ আকোন, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; আরাফাত রহমান শৈশব, এলএলবি, যুক্তরাজ্য; সালেহ মাহমুদ তানিম, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবিএম আবছার হামিদ, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার; আবু সাঈদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইশফাক ফারহান সিয়াম, জর্জটাউন ইউনিভার্সিটি, কাতার; মেহেদী হাসান, টেক্সাস টেক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; মনোয়ার মাসুদ, গবেষক, ইউনিভার্সিটি অফ কেন্টাকি, যুক্তরাষ্ট্র; শাহরিয়ার কামাল, পিএইচডি গবেষক, নাগোয়া বিশ্ববিদ্যালয়, জাপান; ফারহান সালেহ রাফিদ, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক; মোহতাসিম হাফিজ, জর্জটাউন ইউনিভার্সিটি, কাতার; মো. তৌফিকুর রহমান, ব্যাংকার, বাংলাদেশ; মোহাম্মদ ইশরাক, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার; সুমাইয়া রাবেয়া, গবেষণা ফেলো, মালয়েশিয়া; রাসেল মোহাম্মদ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, জাপান; মওদুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়; আব্দুল মুহাইমিন, বিলকেন্ত ইউনিভার্সিটি, তুরস্ক; মুহাম্মদ আশরাফ আলী, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি।

বিবৃতিটি ‘সিটিজেন ইনিশিয়েটিভ’-এর পক্ষ থেকে ড. হাসান মাহমুদ, চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, কাতার এবং তাইয়িব আহমেদ, সেক্রেটারি ও পিএইচডি ক্যান্ডিডেট, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র, প্রকাশ করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত