শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতারা। বুধবার সকালে তারা কবর জিয়ারত করেন।
এর আগে কক্সবাজার পেকুয়ার ওয়াসিমের বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এরপর ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। নাছির আরও বলেন, বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।

