পিআরে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১: ৫০

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।

বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার ট্রেড/সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণভোট হয়ে গেলে জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ে যাবে। ফলে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে। এই আশঙ্কায় তারা জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেওয়ার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। দেশের সকল ইসলামী দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ নভেম্বরের মধ্যে গণভোট চাচ্ছে। সরকার যদি নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে তবে প্রমাণিত হবে সরকার একটি দলের অনুগত।

তিনি আরো বলেন, জাতির স্বার্থে নভেম্বরে জুলাই সনদের গণভোট এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় মহানগর ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

ঐক্য চায় তৃণমূল, ভিন্ন হিসাব নেতাদের

আটক ১৫ সেনা কর্মকর্তার জামিন নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

মন্তব্য প্রতিবেদন: মুসলমানদের প্রতি তীব্র ঘৃণাই পরম বন্ধু বানিয়েছে মোদি-নেতানিয়াহুকে

পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

যে ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত