আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির গুলিবিদ্ধের ঘটনায় সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
হাদির গুলিবিদ্ধের ঘটনায় সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ছবি: সংগৃহীত।

শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। আজ দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রিজভী বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে বিএনপি’র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেবকে গুলি করে আহত করা হয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি আরো অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর ‘দুষ্কৃতিকারীদের’ হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে।

রিজভী ঘোষণা করেন, আগামীকাল ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ–সংগঠন বিক্ষোভ মিছিল করবে। তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতেই এ কর্মসূচি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন