জাকসু নির্বাচন

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন হলে ভোট পড়েছে ৫৫ থেকে ৭২ শতাংশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১০
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেন্দ্রভেদে প্রায় ৫৫ থেকে ৭২ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। শহীদ সালাম-বরকত, মওলানা ভাসানী ও কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্র ঘুরে এই তথ্য মিলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারি। ১৬টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। মোট ভোটার ৯৯১ জন। বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে ৫৪৩টি ভোট পড়েছে। সে অনুযায়ী ভোটের হার প্রায় ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মীর ফেরদৌস আমার দেশকে বলেন, এখানে ভোটার বেশি। ৫টার মধ্যে যারাই কেন্দ্রে আসতে পারবে, তাদের ভোট নেওয়া হবে।

সালাম-বরকত হলে ২৯৯ ভোটারের মধ্য বিকেল ৪টা পর্যন্ত ২১১টি ভোট পরেছে। সে অনুযায়ী ভোট গ্রহণের হার প্রায় ৭১ শতাংশ।

মওলানা ভাসানী হল কেন্দ্রে ভোট পরেছে ৩৬৯টি, ভোটের হার প্রায় ৭১ শতাংশ।

এর আগে সকাল ৯টায় শুরু হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন ভোটার রয়েছেন, এর মধ্যে ছাত্র এগার হলে ৬ হাজার ১৮ জন, আর ছাত্রী দশ হলে ৫ হাজার ৭২৯ জন।

২১টি কেন্দ্রীয় এবং ১৫টি হল সংসদ মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪০টি পদে ভোট দিতে হচ্ছে। ভোট গ্রহণে জাকসুর জন্য ৩ পাতা এবং দুটি হলের জন্য ২ পাতা, এছাড়া বাকি হলগুলোর জন্য ১ পাতার ব্যালট ছাপানো হয়েছে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ভোট ইতোমধ্যে ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত