খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

“বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে,” বলেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী।

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০: ২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় যান চীনের রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর আলতাফ হোসেন বলেন, ‘‘চীনের রাষ্ট্রদূত, ডেপুটি চিফ অব দ্য মিশন, পলিটিক্যাল অ্যাটাশে ও দূতাবাসের একজন কর্মকর্তা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

“উনারা অনেকক্ষণ এখানে ছিলেন। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চায়, তা নিয়েও কথা বলেছেন।”

আলতাফ হোসেন বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে, তিনি যে প্রথম চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, এটা তারা তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়ার শাসনামালের ‘লুক ইস্ট পলিসি’ নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়েও।”

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ম্যাডামকে উনাদের দেশে ভিজিট করার জন্য বলা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য কোনো সহায়তার প্রয়োজন হলে তারা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তা করার আগ্রহ প্রকাশ করেছে।

“চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ম্যাডামের দেখা হয়েছিল ২০১৬ সালে; সেটি রাষ্ট্রদূত আবার স্মরণ করেছেন। ম্যাডামকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।”

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দণ্ড মওকুফ করা হলে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে, যদিও তিনি আগে থেকে সরকারের নির্বাহী আদেশে মুক্ত ছিলেন।

এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান।

চীনের রাষ্ট্রদূতের আগে সবশেষ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত মঙ্গলবার রাতে ফিরোজায় এই বৈঠক হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত