আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শুক্রবার সকাল ৮টায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এদিন প্রথমে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে যুবদল, ছাত্রদল, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটি, অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন