ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৫
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০০

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির(জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাপাসহ ১৪ দলের নিষেধাজ্ঞা ও হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টি রাজনৈতিক দল। পরে গণঅধিকার নেতাকর্মীরা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন।

এর কিছুক্ষণ পরই জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত ২৯ আগস্ট গণঅধিকারের নেতাকর্মীদের উপর জাপার হামলা ও পুলিশ-সেনাবাহিনীর হামলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে থাকা নেতাকর্মীরা এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

এর আগে, গত ৩১ আগস্ট বিক্ষুব্ধরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত