বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও হেনস্থা চেষ্টার ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, নবনির্মিত সেতুর ঠিকাদারের নিকট থেকে চাঁদা দাবির প্রেক্ষিতে একদল সন্ত্রাসী হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ধরনের জুলুম ও অনিয়মের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাঁর ওপর নির্লজ্জ হামলা চালায়।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই-পরবর্তী বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন বর্বর আচরণ অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা, ভয়ভীতি ও দমন-পীড়ন গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করে।
উল্লেখ্য, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারী রাজন সিকদার (সদস্য সচিব, রহমতপুর ইউনিয়ন বিএনপি), আতিক আল আমীন (সভাপতি, বাবুগঞ্জ ছাত্রদল), ফেরদৌস (সভাপতি, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল) এবং হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন (আহ্বায়ক কমিটির সদস্য, কেদারপুর ইউনিয়ন বিএনপি) প্রত্যক্ষ নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।
গতকাল থেকেই হামলার আশঙ্কা জেলা এসপি অফিসকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি,যা অত্যন্ত হতাশাজনক।
এবি পার্টির নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

