কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না: ডা. হারুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৩: ১৯

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, চব্বিশের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে। তারা দেশকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। তবে একটি কথা পরিষ্কার যে, আগামীতে বাংলাদেশে আর কোনো অপশক্তির জায়গা হবে না।

ড্যাবের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক পিজি হাসপাতালের এ ব্লকের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের উদ্যোগে বিএমইউর ড্যাব নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শামীম আহমেদের সভাপতিত্বে এই সভা হয়।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাবেক কেন্দ্রীয় নেতা ডা. বাছেদুর রহমান সোহেল ও ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত