আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মাসব্যাপী কিডনি রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিটিসিএল আনসার ক্যাম্প কড়াইল বস্তিতে প্রধান অতিথি হিসেবে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপিপন্থি এই চিকিৎসক সংগঠনের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- ড্যাবের সহসভাপতি ডা. আবু সায়েম, যুগ্ম মহাসচিব ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, ডা. জিয়াউর হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. গালিব হাসান প্রিতম, ডা. আব্দুল রাজ্জাক, ডা. জিল্লুর রহমান, ডা. আল আমিনসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহ নেওয়াজ দেওয়ান।

এ দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক কিডনি রোগীকে চিকিৎসা প্রদান ও পরামর্শ দেওয়া হয় এবং এর সাথে কম্বল বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...