আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একদলের হাতে জিম্মি থাকলে জনগণের মালিকানা নিশ্চিত হয় না: স্বপন

স্টাফ রিপোর্টার
একদলের হাতে জিম্মি থাকলে জনগণের মালিকানা নিশ্চিত হয় না: স্বপন

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয় না।

রোববার সকালে সিরাজুল আলম খানের ২য় প্রয়াণ দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিরঙ্কুশ ক্ষমতার রাজনীতি আমাদের রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ইচ্ছা—সবকিছুই যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের চিন্তার ধরণ ও রাষ্ট্রের ধরণ বদলাতে হবে। তার জন্য আজ প্রয়োজন ‘অংশীদারিত্বের গণতন্ত্র’—প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা।

আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভায় আলোচনা করেন, নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক নুর রহমান,সহ-সভাপতি আলা উদ্দিন,শহীদুল ইসলাম খোকন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন