আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২২ জানুয়ারি থেকে ভোটের প্রচারে মাঠে নামবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি থেকে ভোটের প্রচারে মাঠে নামবেন তারেক রহমান

চলতি মাসের ২২ জানুয়ারি থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে দেশের জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক, শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

তারেক রহমান বলেন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। সামনে নির্বাচন। ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।

বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে এই কার্যক্রম শুরু হবে বলে দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন। তারা জানান, দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...