ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ১০

মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। ছবি : আমার দেশ
মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান।
সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় ব্যারিস্টার আরমান বলেন, আপনারা সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন বলে আমি মুক্ত হতে পেরেছি। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতি, কালো টাকা, পেশিশক্তির বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামে আমরাই বিজয়ী হব।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com