দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন সন্ধ্যা সাড়ে সাতটায়। 'সবার আগে বাংলাদেশ' গাড়িযোগে তিনি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এসে পৌঁছাবেন কিছুক্ষণ পর। সেখানেই শনিবার রাত্রিযাপন করবেন তিনি। রোববার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। এর আগে সকাল নয়টায় মেধাবী শিক্ষার্থীদের সাথে একটি সেমিনারে মিলিত হবেন তারেক রহমান৷
জানা যায়, মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার এ সফরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম এখন উৎসবমুখর। নগরীর অলি-গলি, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সাজসাজ রব৷ গাছে গাছে ঝুলছে বিভিন্ন রঙের আলোকসজ্জা।
জনসভাকে ঘিরে শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎসংযোগ। মাঠের ভেতরে চেয়ার বসানো, ব্যারিকেড স্থাপন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা।
জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

