জানা গেল গণঅধিকারের গুলিবিদ্ধ দুইজনের পরিচয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১: ১৭
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৫০
জাতীয় পার্টির অফিসে ফের হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে

রাজধানীর বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণঅধিকার পরিষদের দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে জাতীয় পার্টির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ অ্যাকশনে গেলে তারা গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ গুলিবিদ্ধ দুইজনের পরিচয় ও অবস্থা তুলে ধরেছেন। শুক্রবার দিবাগত রাত ১১টায় ফেসবুকে দেওয়া পোস্টে তিনি তাদের পরিচয় তুলে ধরেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘‘বিজয়নগরে দুজন গুলিবিদ্ধ হয়েছে। আজকে জাতীয় পার্টির কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা ভাংচুর করলে পুলিশ গুলি ছুড়ে, এতে দুজন গুলিবিদ্ধ হয়, একজন ছাত্র অধিকার পরিষদের নেতা,আরেকজন যুব অধিকার পরিষদের নেতা। এই দুজনেই বিক্ষুব্ধ জনতার সাথে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিল ।একজনে হাতে একজনের পায়ে। পাশে গুলিবিদ্ধ ব্যক্তির অপারেশন চলছে ঢাকা মেডিকেলে। পুলিশ এই ধরনের আচরণের নিন্দা জানাই।’’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত