ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার দাবি, এনসিপি কেবল সেই সব আসনেই প্রার্থী দিয়েছে, যেখানে জয়ের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো চাপ বা অসুবিধার সম্মুখীন হলে তাদের প্রকাশ্যে তা জানানো উচিত।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

