পতিত স্বৈরাচারের কিছু সুবিধাভোগী ফ্যাসিস্টদের সুরেই কথা বলছে: বুলবুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ৩৭

পতিত স্বৈরাচারের কিছু সুবিধাভোগী ফ্যাসিস্টদের সুরেই কথা বলছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জাতির ঐক্য বিনষ্ট করতে একটি সুবিধাভোগী চক্র উঠেপড়ে লেগেছে। তারা আবারও জুলাই-আগস্ট বিপ্লবের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ দাঁড় করিয়ে জাতীয় ঐক্য নষ্টের পুরোনো সেই খেলায় মেতেছে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার, বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যুব জাগরণ নাইট ক্রিকেটের সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিনা ভোটের সরকারে যারা অংশীদার হয়ে সুবিধা নিয়েছে তারাই আবার ফ্যাসিবাদের সুরে জাতিকে বিভক্ত করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে সেসব সুবিধাভোগী চক্র যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করেছিল। বিরোধী মতের কেউ নির্বিঘ্নে চলাফেরা করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার। রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এরই মধ্যে ফ্যাসিবাদের সুবিধাভোগী গোষ্ঠী আবারো জাতির ঐক্য নষ্ট করতে তৎপর হয়ে উঠেছে। বিনা ভোটের সরকারে যারা অংশীদার হয়ে সুবিধা নিয়েছে তারাই আবার ফ্যাসিবাদের সুরে জাতিকে বিভক্ত করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে সেসব সুবিধাভোগী চক্র যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত