সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শুনে গুলশানে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি। বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়চিত্তভাবে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪-এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন।
তিনি বলেন, আলোচিত এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তিনি, তার পরিবার ও দল চরম নির্যাতন নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধমূলক মনোভাব পোষণ করেননি।বরং তিনি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথচলা নিশ্চিত করতে চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আইকনিক বেগম খালেদা জিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানার পর সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান। পরে তিনি চেয়ারপারসনের গুলশান অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সমবেদনা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

