এনসিপিতে আ.লীগ ‘পুনর্বাসনকারী’ প্রীতম দাশের নেতৃত্ব মানতে অস্বীকৃতি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭: ৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রীতম দাশকে ‘আওয়ামী লীগের পুনর্বাসনকারী’ আখ্যা দিয়ে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ছাত্রনেতা ও সংগঠকরা। একইসঙ্গে তার সাংগঠনিক ব্যর্থতা, স্বৈরাচারী আচরণ এবং স্থানীয় নেতৃত্বকে উপেক্ষার অভিযোগ তুলে ভবিষ্যতে তার নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানায় তারা।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) রাতে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রীতম দাশের বিরুদ্ধে প্রতারণা ও দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। এর একদিন পর, রোববার (২৭ জুলাই) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে ‘জুলাই পদযাত্রার সকল সংগঠক’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নেয় স্থানীয় ছাত্রজনতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি মৌলভীবাজারে সফলভাবে সম্পন্ন হওয়ার পর শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা ও গণসংযোগ কর্মসূচি পূর্বঘোষিত ছিল। সে অনুযায়ী শহরে মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টারিং এবং ব্যানার টানানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু কেন্দ্রীয় নেতারা স্থানীয় কোনো সংগঠকের সঙ্গে আলোচনা না করে হঠাৎ কর্মসূচি বাতিল করে অডিটোরিয়ামে চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সংগঠকদের অভিযোগ, বৈঠকে স্থানীয় সংগঠকদের ঢুকতে দেয়া হয়নি এবং বারবার আবেদন করেও ১০ মিনিটের বক্তব্যের সুযোগ দেয়া হয়নি। এ ঘটনায় হতাশ হয়ে শত শত কর্মী চৌমুহনায় অপেক্ষারত অবস্থায় ক্ষোভে ফেটে পড়েন।

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা শেখ আহমেদ নাইম শামিম। উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, ঈশিতা ঈশা, ইরিন জামান ইপতি, আল-আমিন, দেলোয়ার হোসেন, তারিকুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, প্রীতম দাশ পরিকল্পিতভাবে স্থানীয় নেতৃত্বকে বাদ দিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এনসিপির কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন।

বিক্ষোভকারীরা জানান, যে সভায় নেতারা অংশ নেন, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাধারণ সম্পাদক নৃপেন পাল ও অর্থ সম্পাদক আওয়ামী লীগ নেতা পরেশ কালিন্দী । এতে এনসিপির আদর্শবান কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি শান্ত করতে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ পরে চৌমুহনায় উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে প্রীতম দাশ সাংবাদিকদের জানান, নাহিদ ইসলাম অসুস্থ থাকায় মূল সভাটি বাতিল করা হয়। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেন। এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হবে বলেও তিনি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত