শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আসন্ন ত্রয়োদশ কংগ্রেস উপলক্ষে বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড আবু সাইদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সিপিবির পক্ষ থেকে উত্তর প্রদান করেন এবং বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক লাকী আক্তার। এছাড়াও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং কংগ্রেস প্রস্তুতি কমিটির বিভিন্ন উপ-পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইতোমধ্যে সারাদেশে সিপিবির শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোট ৫২৫ জন প্রতিনিধি। এছাড়াও ২৬ জন পর্যবেক্ষক কংগ্রেসে অংশ নেবেন। দেড় শতাধিক ভেটারেন সদস্যকে কংগ্রেসে সম্মাননা প্রদান করা হবে।

বক্তারা আরও বলেন, সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্ব শেষে বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে।

নানা বাস্তবতায় এবারের কংগ্রেসে বিদেশি সংগঠনসমূহের প্রতিনিধিরা যোগদান করছেন না। তবে ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে।

এই কংগ্রেস থেকে সিপিবির ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে সিপিবির আগামীদিনের সংগ্রাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণনীতি-রণকৌশল নির্ধারণসহ ভবিষ্যতের লড়াই-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে। সাংগঠনিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে সিপিবির এই কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত