জামায়াতের সমাবেশে মুসা বিন ইজহার

প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিবে না

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৬: ১১

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসবিচ মুসা বিন ইজহার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নিবে না।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মুসা বিন ইযহার বলেন, আমরা যারা জুলাইয়ে আন্দোলন করেছি। তারা কিন্তু এখনো ঘরে ফিরে যাইনি। আমরা দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করবো।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপস্থিত রয়েছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা।

সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত