আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ বিএনপিকে শক্তিশালী করবে

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ বিএনপিকে শক্তিশালী করবে
ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ-ভালোবাসা, তা বিএনপিকে আরো শক্তিশালী করবে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। তিনি সমস্ত জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্য সংগ্রাম, লড়াই করেছেন। কারাভোগ করেছেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো এ দেশ ছেড়ে চলে যাননি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা- এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার।

বিএনপি মহাসচিব বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। সে কারণে দেশনেত্রীর আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে। সেখান থেকে মানুষ এই আশা নিয়ে গেছে যে আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে তারা বিজয়ী করবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...