জুলাই গণঅভ্যুত্থানে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন তারপর হাসিনা সরকারের পতনে জীবনবাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাত আরা রুমী (৩০)। তৎকালীন নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারির মিছিলের নজির স্থাপন করেছিলেন জুলাই কন্যা খ্যাত জান্নাত রুমী। এরপর তিনি এনসিপিতে যোগ দেন।
বৃহস্পতিবার রাজধানীর জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এমন ‘রহস্যময় মৃত্যু’ খবরটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ ছড়িয়ে পড়লে স্বজনরা দুঃখ প্রকাশ করেন।
রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, শুনেছি রুমীর রুমমেট বাড়িতে গিয়েছে। বুধবার রাতে একাই ছিলেন রুমী। তবে একই ফ্ল্যাটে পাশের রুমে অন্য রুমমেটরা ছিলেন। রাতে গৃহকর্মী পঞ্চম তলায় তাদের ফ্ল্যাটের সামনে গেলে দরজা খোলা দেখতে পান এবং ভেতরে আলো জ্বলতে দেখেন। এরপর উঁকি দিলে রুমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনিই সবাইকে ডেকে তোলেন বলে শুনেছি।
রুমীর মৃত্যু কারণ সম্পর্কে তার স্বজনেরা বলেন, হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন রুমী। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে আজ রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত। এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

