শহীদ মিনারে এবি পার্টির ফুলেল শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৬
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

একুশের প্রথম প্রহরে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রপক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত