হেফাজত আমিরের সঙ্গে গোলাম পরওয়ারের ‘দোয়া বিনিময়’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭: ৪২
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬: ৩৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে ‘দোয়া বিনিময়’ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে এই দোয়া বিনিময় করেন তিনি। গোলাম পরওয়ারের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বিষয়টি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসুচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরণ অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের সম্মানিত আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

সূত্রমতে, শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ অনুষ্ঠানটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি দমনে পরিচালিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে একমঞ্চে আরো উপস্থিত থেকে বক্তৃতা করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত