আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী

স্টাফ রিপোর্টার
জাতীয় নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে। দেশে ইসলামী রাজনীতির পক্ষে অবস্থান শক্তিশালী করতে হলে সমমনা ইসলামী দলসমূহের নির্বাচনী ঐক্য গঠন এখন সময়ের দাবি।

মঙ্গলবার পুরানো পল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম প্রমুখ।

আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন, গণসংযোগ ও দাওয়াতি প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামপন্থীদের মাঝে ঐক্য হলে সংসদে ইসলামী শক্তির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, ইসলামী দলসমূহের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে একটি যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে উভয়পক্ষই উপকৃত হবে।

জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে, জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি আলেমগণ ঐক্যের একটা পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেই পথে চললে আমাদের পথ আরো উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য আরো অটুট হবে বলে মাওলানা ইউসুফী দৃঢ়ভাবে উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন