ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতারা
স্টাফ রিপোর্টার
শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব বিষয় উন্নয়ন করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, কোনো হেজিমনি (আধিপত্য) থাকবে না বলেন এনসিপি নেতা আখতার হোসেন। শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে তিনি আরও বলেন, পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি। আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। এসময় একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত বলেও মন্তব্য করেন এনসিপি নেতা আখতার হোসেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত বছর দক্ষিণ এশিয়ায় একটা যুদ্ধ হয়েছিল। পানি নিয়ে এই অঞ্চলে আবার যদি কোনো যুদ্ধ আসে বা আমাদেরও অনেকগুলো নদী রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। নদীমাত্রিক দেশ, আমাদের নদীগুলো কীভাবে ভালো থাকতে পারে এবং পাকিস্তানও যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেই অভিঙ্গতাও আমরা শেয়ার করেছি।
তিনি বলেন, ওনারা একটা জিনিস আমাদের বলেছেন, গত ১৫-২০ বছরে তারা অনেকভাবে চেষ্টা করেছে, বিল্ডিং রিলেশনশিপ করে আমাদের কস্টটা ব্যয় আরও কমিয়ে আমরা যাতে আরও বেশি রপ্তানি করতে পারে। পাকিস্তানের ফার্মাসিটিক্যালস সেক্টরের ম্যাটারিয়্যালসগুলো অনেক ভালো। সেই সুযোগটা আমাদের দুই দেশের মধ্যে হয়নি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের কালচারাল হাউস করা নিয়ে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো কীভাবে ডেভলপমেন্ট করা যায়, ডিফেন্স সেক্টরে কীভাবে করা যায় সেসব নিয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, একাত্তর সম্পর্কিত ইস্যুর পাশাপাশি গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাথে অন্যান্য দেশে পররাষ্ট্রনীতি কিভাবে হবে। দক্ষিণ এশিয়ায় সার্ককে কীভাবে আরও সক্রিয় করা যায় এবং এখানে একটা ইস্যু উঠে এসেছে ভারতের কারণে সার্কটা নিষ্ক্রিয় হয়ে আছে। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানেরও প্রভাব রয়েছে, তারাও পারমাণবিক শক্তিধর।
দুই দিনের সফরে শনিবার দুপুর আড়াইটার পর ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব বিষয় উন্নয়ন করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, কোনো হেজিমনি (আধিপত্য) থাকবে না বলেন এনসিপি নেতা আখতার হোসেন। শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে তিনি আরও বলেন, পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি। আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। এসময় একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত বলেও মন্তব্য করেন এনসিপি নেতা আখতার হোসেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত বছর দক্ষিণ এশিয়ায় একটা যুদ্ধ হয়েছিল। পানি নিয়ে এই অঞ্চলে আবার যদি কোনো যুদ্ধ আসে বা আমাদেরও অনেকগুলো নদী রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। নদীমাত্রিক দেশ, আমাদের নদীগুলো কীভাবে ভালো থাকতে পারে এবং পাকিস্তানও যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেই অভিঙ্গতাও আমরা শেয়ার করেছি।
তিনি বলেন, ওনারা একটা জিনিস আমাদের বলেছেন, গত ১৫-২০ বছরে তারা অনেকভাবে চেষ্টা করেছে, বিল্ডিং রিলেশনশিপ করে আমাদের কস্টটা ব্যয় আরও কমিয়ে আমরা যাতে আরও বেশি রপ্তানি করতে পারে। পাকিস্তানের ফার্মাসিটিক্যালস সেক্টরের ম্যাটারিয়্যালসগুলো অনেক ভালো। সেই সুযোগটা আমাদের দুই দেশের মধ্যে হয়নি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের কালচারাল হাউস করা নিয়ে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো কীভাবে ডেভলপমেন্ট করা যায়, ডিফেন্স সেক্টরে কীভাবে করা যায় সেসব নিয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, একাত্তর সম্পর্কিত ইস্যুর পাশাপাশি গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাথে অন্যান্য দেশে পররাষ্ট্রনীতি কিভাবে হবে। দক্ষিণ এশিয়ায় সার্ককে কীভাবে আরও সক্রিয় করা যায় এবং এখানে একটা ইস্যু উঠে এসেছে ভারতের কারণে সার্কটা নিষ্ক্রিয় হয়ে আছে। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানেরও প্রভাব রয়েছে, তারাও পারমাণবিক শক্তিধর।
দুই দিনের সফরে শনিবার দুপুর আড়াইটার পর ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২১ মিনিট আগেএর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগে