জামায়াতের সমাবেশ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফ্রি খাবার ও পানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৫: ৩৫

জামায়াতে ইসলামীর সমাবেশের উদ্দেশে আসা মানুষ এবং পথচারীদের জন্য খাবার পানি ও অন্য খাবারের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী। তীব্র গরমের মধ্যে অনেকে এই খাবার এবং পানি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে ফার্মগেট বাস স্ট্যান্ডে এলিভেটেড এক্সপ্রেস এর নিচে খোলা পিক আপে করে খাবার পানির বোতল, পাউরুটি, চানাচুর, কলা, ডিম, হাতে বানানো রুটি, মুড়িসহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী মানুষের মাঝে বিতরণ করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। পথচারী আশপাশের ফুটপাতের দোকানদার, হকার, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষমান নগরবাসী, মোটরসাইকেল রাইডারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খাবার গ্রহণ করে। পরে দুপুর ২টার দিকে গাড়িটি কারওয়ান বাজারের উদ্দেশে চলে যায়।

বিজ্ঞাপন

সেখানে উপস্থিত একজন জামায়াত কর্মী জানান, সকাল থেকেই বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট এবং কারওয়ান বাজার মোড়ে পিকআপ দিয়ে খাবার সামগ্রী ও পানি বিতরণ করা হচ্ছে। প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত এভাবে খাবার সামগ্রী এবং পানি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, রাজধানীর অন্তত ৩০টি পয়েন্টে এভাবে পানি এবং খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ডেডিকেটেড স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলভাবে সব খাবার ও পানীয় বিতরণের দায়িত্বে রয়েছেন।

কয়েকজন পথচারী, বাইক রাইডার, আশপাশের দোকানদারদের সাথে কথা বললে তারা সন্তুষ্টির কথা প্রকাশ করে তারা জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে চাহিদা মতো খাবার দিয়েছেন জামায়াতের কর্মীরা। সকাল থেকে ফার্মগেট আল-রাজি হাসপাতালের সামনে খাবার প্যাকেট ও পানি বিতরণ করা হয় জামায়াতের পক্ষ থেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত