কাল-পরশু মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩৬টি আসনের বিষয়ে আগামীকাল অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণে প্রার্থীদের নির্বাচনি কৌশল ও দায়িত্ব সম্পর্কে শেখানো হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

