তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২০: ৫৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ড্যাবের নেতারা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে জুলাই শহীদ দিবস এ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ড্যাব নেতারা।

আয়োজক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এ বি এম ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

গণতন্ত্র পুনরুদ্ধারকে বিলম্বিত করতে যে পরিকল্পিত অপপ্রচার তা রুখে দিতে আজকের এই প্রতিবাদ বলে জানান ড্যাব নেতারা। তারা বলেন, চিকিৎসকরা যখন রাজপথে আসেন, তখন বুঝে নিতে হবে—দেশে কিছু একটা গভীর অসংগতি চলছে। আমরা তা ঠিক করতে চাই, আর শুরু করলাম সত্যের পক্ষ নিয়ে। মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন।

প্রধান অতিথি শামসুজ্জামান দুদু বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে এই দেশ গড়েছে উঠেছে তার বাবার হাত ধরে। আজ সেই পরিবারের সন্তানকে যারা কালিমালিপ্ত করতে চায়, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, ‘চিকিৎসকেরা পেশাজীবী হলেও তারা নাগরিক সমাজের সবচেয়ে শিক্ষিত ও বিবেকবান অংশ। আজ তারা রাজপথে নেমে এসেছে তারেক রহমানের সম্মান রক্ষায়, তা শুধু একজন নেতার জন্য নয়—এটি একটি নৈতিক যুদ্ধের ঘোষণা।

ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, ‘সত্যকে ঘিরে যে সংগ্রাম, তাতে আমরা কখনোই নীরব থাকতে পারি না। তারেক রহমানের বিরুদ্ধে যা হচ্ছে, তা আমাদের পেশার ওপরেও আঘাত।

ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে যারা দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল, বেগম খালেদা জিয়ার বদান্যতায় যারা মন্ত্রী হয়ে গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পেরেছিল, এমনকি ২০১৮ সালে দল নিষিদ্ধ হওয়ায় বিএনপি যাদেরকে ধানের শীষ প্রতিক দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল তারাই আজ জিয়াউর রহমান এবং তারেক রহমানকে কটুক্তি করার সাহস দেখায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত