ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচারণা শুরু করেছে স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পার্পণ করে প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নেতৃত্বে এ প্রচারণার সূচনা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জগন্নাথ হলের বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় উমামা ফাতেমা বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের আগ থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েও পিছিয়ে যাইনি। আশা রাখছি শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে।
এই প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া। আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন জাহেদ আহমদ।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’-এর অন্যান্য পদের প্রার্থীরা হলেন—
* মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: নূমান আহমাদ চৌধুরী
* বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মমিনুল ইসলাম
* আন্তর্জাতিক সম্পাদক: নাফিজ বাশার আলিফ
* কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুর্মী চাকমা
* সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: অনিদ হাসান
* গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস
* ক্রীড়া সম্পাদক: মো. সাদিকুজ্জামান সরকার
* ছাত্র পরিবহন সম্পাদক: মো. রাফিজ খান
* সমাজসেবা সম্পাদক: তানভীর সামাদ
* ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা
* স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ইসরাত জাহান
* মানবাধিকার ও আইন সম্পাদক: নুসরাত জাহান
এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নওরীন সুলতানা, আবিদ আবদুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের, আবদুল্লাহ আলম মুবিন, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ, মো. মুকতারুল ইসলাম, হাসিবুর রহমান, রাফিউল হক, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান।

