পরিচ্ছন্ন ও নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াত: বুলবুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৬: ০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি নতুন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বেই সেই বাংলাদেশ গঠন করা হবে। এজন্য আমরা কাজ করছি।

সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ১৯ জুলাই অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ পরবর্তী মাঠ পরিষ্কার কার্যক্রম ও অন্যান্য বিষয় সম্পর্কে জানাতে এই প্রেস ব্রিফিং আয়োজন করে দলটি।

বিজ্ঞাপন

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে এই সমাবেশ বাস্তবায়ন কমিটির ওপর নির্দেশনা ছিল যে, সমাবেশ পরবর্তী যেন সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ১৯ তারিখেই কিছু পরিষ্কার কার্যক্রম চালায় আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা। রোববারও কিছু পরিস্কার করা হয়েছে। সোমবার সকাল থেকে আবার এই কাজ শুরু হয়।

এরইমধ্যে সোহরাওয়ার্দীর মূল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রমনা পার্ক পরিস্কার করা হয়েছে। এখন সোহরাওর্দী উদ্যানের চারপাশ পরিষ্কার করা হচ্ছে। এই কাজে নির্দেশনা দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, পরিষ্কার পচ্ছিন্নতা ঈমানের অঙ্গ। পরিবেশ যাতে ভাল থাকে, মানুষ যাতে সুস্থ ও সাবলীলভাবে জীবন যাবন করতে পারে সেজন্য এই পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। শুধু সমাবেশ করার জন্য এই পরিষ্কার নয়, নগরবাসীর নি:শ্বাস নেয়ার জন্য পুরো ঢাকাকে পরিচ্ছন্ন রাখা উচিত। কালো ধোয়ায় মানুষের ক্ষতি হচ্ছে, পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এজন্য গোটা ঢাকাকে পরিচ্ছন্ন রাখা উচিত। এটা আমাদের রেগুলার দায়িত্ব হিসেবে দেখছি।

১৯ তারিখের জাতীয় সমাবেশ প্রসঙ্গে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা বলেছিলাম, এটা স্মরণকালের জনসমুদ্র হবে। সেরকই একটা সমাবেশ হয়েছে, যা দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তবে আল্লাহর ইচ্ছা, জামায়াত আমির তার সভাপতির বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। তার আকাঙ্খা অনুযায়ী সব কথা বলতে পারেননি।

তবে যে উপলক্ষে এই আয়োজন ছিল, তা তিনি জানাতে পেরেছেন। তার বক্তব্য জাতিকে আলোড়িত করেছে, আশান্বিত করেছে। তিনি এখন সুস্থু আছেন। বিশ্রামে আছেন। তিনি সবার দোয়া চেয়েছেন। তিনি এই পরিচ্ছন্নতার বিষয়টিও খোঁজ রাখছেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। এজন্য আমরা এই উদ্যান পরিচ্ছন্নতার কাজ করছি। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গণপূর্ত মন্ত্রণলায় ও অধিদপ্তর যেন নিয়মিত এই মাঠ পরিষ্কার করে। একটি আইকনিক প্লেস হিসেবে এটাকে আরও সুন্দরভাবে রাখার ব্যবস্থা করতে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও উদ্যোগ কামনা করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, পল্টন থানা আমির শাহীন আহমেদ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত