আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্ধ্যায় বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্ধ্যায় বিএনপির বৈঠক
বিএনপি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় ঢাকার পাকিস্তান দূতাবাসে বৈঠকে অংশ নেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন