আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণের সরকার ছাড়া পলাতক স্বৈরাচারকে মোকাবেলা অসম্ভব: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
জনগণের সরকার ছাড়া পলাতক স্বৈরাচারকে মোকাবেলা অসম্ভব: তারেক রহমান

দেশে জনগণের সরকার ছাড়া পলাতক পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন'এনডিএমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সম্ভব হবে না। লোভ-লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন