মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে জমিয়তের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২৩: ৫৪

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের 'মা' শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। রোববার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ শোক জানান তারা।

শোকবার্তায় তারা বলেন, আমরা মনে করি একজন আদর্শ মায়ের ছায়ায় বেড়ে উঠেই ড. মাহমুদুর রহমান জাতির জন্য বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর মায়ের ইন্তেকাল নিঃসন্দেহে একটি অপূরণীয় ক্ষতি। আমরা এ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তারা আল্লাহ তাআলা নিকট মরহুমাকে জান্নাতের উচ্চ মর্যাদাদান করতে এবং পরিবার-পরিজনকে সবর ও সান্ত্বনা দান করতে বিশেষ দোয়া কামনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত