
স্টাফ রিপোর্টার

ঐকমত্য কমিশনের সুপারিশে কেন জুলাই জাতীয় সনদের প্রস্তাব রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রশ্ন তোলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমার হাতে জুলাই জাতীয় সনদের যে বইটা দেখছেন, এখানে সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে। এখানে নোট অব ডিসেন্ট (আপত্তি) শুধু আমরা দেইনি, এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অব ডিসেন্ট দিয়েছে সেটা এভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে।
তিনি প্রশ্ন করেন, এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই জুলাই জাতীয় সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে? কিন্তু তারা (জাতীয় ঐক্যমত্য কমিশন) জুলাই জাতীয় সনদের পুস্তকের ডান পাশের সমস্ত মতামত বাদ দিয়ে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন।
তিনি বলেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার আছে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা আরেকটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতা। এই দুইটা ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, আমরা আশা করি, সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জুলাই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ।
জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রুপ পাবে এবং সংবিধান অন্তর্ভুক্ত হবে… এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকার এবং জাতীয় কমিশন এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশনের সুপারিশে কেন জুলাই জাতীয় সনদের প্রস্তাব রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রশ্ন তোলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমার হাতে জুলাই জাতীয় সনদের যে বইটা দেখছেন, এখানে সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে। এখানে নোট অব ডিসেন্ট (আপত্তি) শুধু আমরা দেইনি, এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অব ডিসেন্ট দিয়েছে সেটা এভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে।
তিনি প্রশ্ন করেন, এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই জুলাই জাতীয় সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে? কিন্তু তারা (জাতীয় ঐক্যমত্য কমিশন) জুলাই জাতীয় সনদের পুস্তকের ডান পাশের সমস্ত মতামত বাদ দিয়ে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন।
তিনি বলেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার আছে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা আরেকটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতা। এই দুইটা ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, আমরা আশা করি, সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জুলাই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ।
জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রুপ পাবে এবং সংবিধান অন্তর্ভুক্ত হবে… এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকার এবং জাতীয় কমিশন এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শরিফ ওসমান হাদীর নেতৃত্বে গড়ে উঠা ইনকিলাব মঞ্চ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। ওই আন্দোলনের ছাত্র-জনতার ভাবধারায় পরিচালিত এই মঞ্চ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের আগে 'গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত' মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ হলেই নারীর অধিকার নিশ্চিত হবে।
৩ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) পক্ষ থেকে আবারো বিবাদমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক-বিতর্ক পরিহার করে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে