আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রশক্তির যুগ্ম সা. সম্পাদককে শোকজ

প্রতিনিধি, ঢাকা কলেজ

ছাত্রশক্তির যুগ্ম সা. সম্পাদককে শোকজ

ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজিরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় ছাত্রশক্তি এ নোটিশ দেয়। ইমরান নাজিরকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানুয়ারি ঢাবি কোরামের সমালোচনা করে পোস্ট দেন ইমরান নাজির। সন্ধ্যা ৭টায় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান— এর স্বাক্ষরিত চিঠিতে শোকজ নোটিশ দেওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

শোকজ নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণ করে গঠনতন্ত্রের ধারা ৬.৫ অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য গঠনতন্ত্রের ধারা ৬.৬.১ অনুযায়ী কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশ মোতাবেক আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

শোকজ পাওয়া জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজির ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির বিষয়ে আপনারা অনেকেই চেয়েছিলেন যে আমি যেন এ বিষয়ে সমালোচনা করি। দেখুন, ছাত্রশক্তির কমিটি হওয়ার পর আমি বলেছিলাম ছাত্রশক্তিও গণতান্ত্রিক ছাত্রসংসদের মতো ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। গণতান্ত্রিক ছাত্রসংসদ ব্যর্থ হওয়ার পর আমরা নতুন বন্দোবস্তের স্বপ্ন নিয়ে নতুন উদ্যমে জাতীয় ছাত্রশক্তি নামে শিক্ষার্থীদের আস্থাভাজন ও সহায়ক সংগঠন গঠন করার সিদ্ধান্ত নিই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই ছাত্রশক্তি শুরুই হয়েছে আগের মতো ভাই-ব্রাদার ঢাবি কেন্দ্রিক কোরাম দিয়ে। ছাত্রশক্তির নেতৃত্বস্থানীয় পদ তারা ঢাবির বাইরে দেবে না, দিলেও আপনাকে ঢাবির দিকে সেজদা দিয়ে নিতে হবে। আপনি কারো সমালোচনা করতে পারবেন না, বিশেষ করে ঢাবির। আপনি এই সংগঠনে গেলে আপনার মনে হবে এই সংগঠন ঢাবির জমিদারি। যারাই সমালোচনা করেছে তারাই মাইনাস।তাদের তারা সব সময় এড়িয়ে যায় সবকিছুতে। তাদের যোগ্যতা যাচাই না করেই অযোগ্য তকমা দেয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন