আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন— এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। রোরবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা' শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ জোটের ঘোষণা করা হয়।
তিন দলের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন এ জেটের ঘোষণা দেন। এ সময় এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটা ঐক্যপ্রক্রিয়ার মধ্যে ছিলাম। তিন মিলে ঐক্যবদ্ধ হয়েছি, এই প্রক্রিয়া চলমান থাকবে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকে এই ঐক্যপ্রক্রিয়া যুক্ত হওয়ার আহ্বান জানাই।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঐক্যবদ্ধ চান সবাই। পুরনো বন্দোবস্তে অতিষ্ঠ তারা। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবার সহযোগিতা পাই না। আমাদের ভুল-ত্রুটি আছে। তবে আমরা আজ একটা নতুন যাত্রা শুরু করেছি।
আমরা ঘোষণা করছি, জুলাই গণঅভ্যুত্থানে স্পিরিড নিয়ে তিনটি দলের ঐক্যবদ্ধভাবে চলবো। সবার প্রতি যুক্ত হওয়ার আহ্বান জানাই। আমাদের পক্ষ থেকে জোটের ঘোষণা দেবে।
হাসনাত কাইয়ূম বলেন, তিন দল নিয়ে এ জেটের যাত্রা শুরু হলেও আগামী তা আরও বর্ধিত হবে বলে আমরা বিশ্বাস করি।

